এম আইটি-এর তথ্যমতে, মানুষের মস্তিষ্ক মাত্র ১৩ মিলিসেকেন্ডের মধ্যে ভিজ্যুয়াল ইনফরমেশন বুঝতে পারে। তাই যেকোনো কঠিন বিষয়কে সহজে ভিডিও দিয়ে উপস্থাপন করার জন্য মোশন গ্রাফিক্সের জুড়ি নেই। ভালো আয়ের সুযোগ থাকায় এখন গ্রাফিক ডিজাইনাররাও শিখছেন মোশন গ্রাফিক্স। যদি আপনার Intro Video বা Broadcasting Video তৈরির চমৎকার আইডিয়া থাকে, তাহলে আমাদের Motion Graphics course আপনার জন্যই।
গ্রাফিক ডিজাইনের উপাদানগুলোকে ফিল্ম বা ভিডিও প্রোডাকশনের মাধ্যমে উপস্থাপন করা হয় মোশন গ্রাফিক্সে। যেমন- যেকোনো টিভি চ্যানেলে খবর সম্প্রচারের আগে যে ছোট ব্রডকাস্টিং ভিডিও থাকে তা তৈরি করে থাকেন একজন মোশন গ্রাফিক্স ডিজাইনার। তাই আমাদের গ্রাফিক ডিজাইন কোর্সটি গ্রাফিক ডিজাইনের বেসিক থেকেই সাজানো হয়েছে। এই কোর্স থেকে আপনি শিখতে পারবেন 2D এবং 3D Motion Graphics; যার মাধ্যমে আপনি সহজেই সোশ্যাল মিডিয়ার যেকোনো এ্যাড তৈরী করতে পারবেন। তাছাড়া ভিডিও এডিটিং -এর বিস্তারিত জানবেন, যা যেকোনো কমার্শিয়াল ভিডিও তৈরিতে আপনার জন্য সহায়ক হবে। আর এনিমেশনের খুঁটিনাটি তো থাকছেই।
মোশন গ্রাফিক্স -এর জন্য দরকারি কনফিগারেশনের কম্পিউটার নেই? ক্রিয়েটিভ আইটি ইন্সটিটিউটে কোর্স চলাকালীন যেকোনো সময় আপনি চাইলে আমাদের ল্যাবে এসে ক্লাসের কাজ প্র্যাকটিস করতে পারবেন।
সরাসরি অনলাইন ক্লাস এ জয়েন করার জন্য ভর্তি চলছে। আজেই ভর্তি হয়ে শুরু করুন লাইভ ক্লাস!
নিচের দেওয়ার সফটওয়্যার ও টুলস ব্যবহার করে আপনাদের কাজ শেখানো হবে। নিচের এই সকল বিষয়ে কোনো জ্ঞান না থাকলেও সমস্যা নাই। সব কিছুই আপনি শিখতে পারবেন।