SEARCH ENGINE OPTIMIZATION (SEO)

প্রায় ৭৬ শতাংশ মানুষ সার্চ ইঞ্জিনে কোনো কিছু খুঁজতে কেবল প্রথম পেইজ দেখেন। এজন্য সার্চ ইঞ্জিনের প্রথম পেইজে আপনার ওয়েবসাইট বা পোস্ট র‍্যাংকে আনতে যথাযথভাবে SEO করা প্রয়োজন। তাই আপনি যদি SEO শিখতে চান, তাহলে আমাদের SEO course হতে পারে আপনার সেরা পছন্দ।

কোর্স ওভারভিউ

এক জরিপে দেখা যায়, বেশিরভাগ ব্যবসা প্রতিষ্ঠান কেবল SEO এর জন্য প্রতিমাসে প্রায় ৫০০০ ডলারেরও বেশি খরচ করে। কারণ SEO করে যেকোনো ওয়েবসাইটের প্রতিটি পেইজকে নির্দিষ্ট কি-ওয়ার্ড এর ভিত্তিতে বিভিন্ন সার্চ ইঞ্জিনে সার্চ রেজাল্টের প্রথমদিকে আনা হয়। তাই আপনার একটি ব্লগ সাইট, ওয়েবসাইট বা ভিডিও চ্যানেলের সফলতা নির্ভর করে যথাযথ SEO এর উপর। SEO এর কাজ শিখে আপনি চাইলেই ফ্রিল্যান্স মার্কেটপ্লেসে স্বাধীনভাবে কাজ করার পাশাপাশি ভাল আয় করতে পারেন।

আমাদের এই কোর্সে SEO এর গোড়া থেকে প্রফেশনাল লেভেল পর্যন্ত প্র্যাক্টিক্যালি কাজের ধারণা দেওয়া হয়েছে। তাই কোর্সটি করলে আপনি on-page SEO, off-page SEO সহ সার্চ ইঞ্জিনে র‍্যাংক করার বিভিন্ন উপায় সম্পর্কে জানতে পারবেন। SEO এর সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হল আর্টিক্যাল বা কন্টেন্ট। কোর্সে SEO ফ্রেন্ডলি কন্টেন্ট সম্পর্কে ধারণা পাবেন। সেই সাথে কোর্সের প্রোজেক্ট সম্পন্ন করে বাস্তব কাজ করার অভিজ্ঞতা অর্জন করবেন।

কোর্স কারিকুলাম

ভর্তি চলছে!

সরাসরি অনলাইন ক্লাস এ জয়েন করার জন্য ভর্তি চলছে। আজেই ভর্তি হয়ে শুরু করুন লাইভ ক্লাস!

কোর্স ফি

যা শেখানো হবে

নিচের দেওয়ার সফটওয়্যার ও টুলস ব্যবহার করে আপনাদের কাজ শেখানো হবে। নিচের এই সকল বিষয়ে কোনো জ্ঞান না থাকলেও সমস্যা নাই। সব কিছুই আপনি শিখতে পারবেন।

Ahrefs

SEMrush

Moz

Google Adwords