Web Development

Web development উচ্চ আয়ের পেশার মধ্যে অন্যতম। বাংলাদেশে একজন web developer গড়ে প্রায় ২-৩ লাখ টাকা বা তারও বেশি আয় করে থাকেন। দেশের বাইরে বা ফ্রিল্যান্সিং এর জন্যও এই সেক্টর অত্যন্ত চাহিদাসম্পন্ন। যদি আপনার প্রোগ্রামিং-এর নেশা থাকে, তাহলে web development course করে দারুণ একটি ক্যারিয়ার গড়তে পারেন।

কোর্স ওভারভিউ

ওয়েব সার্ভারে জমা রাখা তথ্য ইন্টারনেটের মাধ্যমে একটি ওয়েবসাইট হিসেবে গড়ে তোলা আর ব্যবহারযোগ্য করার প্রক্রিয়াই হল ওয়েব ডেভলপমেন্ট। তাই যতদিন ওয়েবসাইট থাকবে ততদিন ওয়েব ডেভলপমেন্ট এর চাহিদাও থাকবে। এজন্যই ওয়েব ডেভলপারদের কাজের পরিসর বাড়ছে দিন দিন।

এজন্যই আমাদের কোর্স সাজানো হয়েছে আপডেটেড মডিউল দিয়ে। এখানে বেসিক SQL থেকে শুরু করে প্রফেশনাল স্কিল গড়ে তোলা পর্যন্ত সব কিছুই রাখা হয়েছে। প্র‍্যাকটিক্যাল প্রজেক্ট করার মাধ্যমে আপনি দ্রুত শেখার পাশাপাশি একটি স্মার্ট পোর্টফোলিও বানিয়ে ফেলতে পারবেন কোর্স চলাকালীন সময়েই। আর কোর্স যথাযথভাবে শেষ করতে পারলে পাচ্ছেন কোর্স কমপ্লিশন সার্টিফিকেট।  তাই ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের আধুনিক ও বিশ্ব মানের মডিউল ও অভিজ্ঞ প্রশিক্ষকদের সাথে শুরু হোক আপনার ওয়েব ডেভলপমেন্ট ক্যারিয়ার।

কোর্স কারিকুলাম

ভর্তি চলছে!

সরাসরি অনলাইন ক্লাস এ জয়েন করার জন্য ভর্তি চলছে। আজেই ভর্তি হয়ে শুরু করুন লাইভ ক্লাস!

কোর্স ফি

যা শেখানো হবে

নিচের দেওয়ার সফটওয়্যার ও টুলস ব্যবহার করে আপনাদের কাজ শেখানো হবে। নিচের এই সকল বিষয়ে কোনো জ্ঞান না থাকলেও সমস্যা নাই। সব কিছুই আপনি শিখতে পারবেন।

Web Browser

Sublime Text

VS Code

XAMPP

Atom